হবিগঞ্জ প্রতিনিধি : যমুনা গ্রুপের চেয়ারম্যান, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় হবিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, নূরে মদিনা ইসলামী মিশনের পরিচালক ক্বারী সালেহ আহমেদ বাচ্চু।
এর আগে যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগরের পরিচালনায় স্মৃতিচারণ ও বক্তৃতা করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মো ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্মল ভট্টাচার্য্য রিংকু, সৈয়দ এখলাছুর রহমান, মাছরাঙা টিভি প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম ও সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিম।
Leave a Reply