মৌলভীবাজার প্রতিনিধি : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে ইদুল ফিতর উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার সকালে টাউন ঈদগা মাঠে পৌরসভার তত্ত্বাবধানে পবিত্র ইদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এখানে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী যুবকরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
সকাল সাড়ে ৬টায় শাহ মোস্তফা সড়কে টাউন ইদগায় অনুষ্ঠিত প্রথম জামাতে জেলা প্রশাসক, পৌর মেয়র, রাজনীতিবিদ, অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনের অন্য কর্মকর্তাগণ সহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ নামাজ আদায় করেছেন। এতে ইমামতি করেন মুফতি শামসুল ইসলাম।
পরে সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত এবং সকাল সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি জামাতে শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
এছাড়াও জেলার বিভিন ইদগা ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
জামাত শেষে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান মুসল্লিদের ইদের শুভেচ্ছা এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply