নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে ঈদুল আজহার সময় যত্রতত্র কোরবানির পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে এক মতবিনিময় সভায় সিসিক সচিব বদরুল হক এ আহ্বান জানান।
তিনি মহানগরীর ২৭টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পরিবেশ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতেও ইমাম-মোয়াজ্জিনদেরকে অনুরোধ করেন।
সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ ও ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
Leave a Reply