যক্ষা রোগের মলিকুলার ডায়াগনস্টিক পদ্ধতি আবিষ্কার করে ক্লিনিক্যাল, ফার্মাসিউটিক্যাল ও চিকিৎসা বিজ্ঞান শাখায় গবেষণা ক্ষেত্রে ২০১৫ সালের সেরা গবেষক নির্বাচিত হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির অধ্যাপক ড মো মাছুদুর রহমান।
সিকৃবির প্যাথলজি বিভাগের এই শিক্ষক সম্প্রতি ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো আব্দুল হামিদের কাছ থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
প্রতি বছর বিজ্ঞানের বিভিন্ন শাখায় সেরা গবেষকদের এই পুরস্কার প্রদান করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
Leave a Reply