আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের সাথে সিলেটে অবস্থানরত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক জগলু চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, এম এ হান্নান, সজিব রঞ্জন দে, সুুদিপ দে, অ্যাডভোকেট মিয়া মো লিটন, অ্যাডভোকেট আলাউদ্দিন, মনিরুজ্জামান সেলিম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী আহমদ জাহান চৌধুরী, ময়মনসিংহ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, আওয়ামী লীগ নেতা শওকত জাহান মৃদুল, ময়মনসিংহ কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি ফিরোজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার এ এ রব, শওকত উসমান লিটন, ড আবুল হোসেন দীপু, শামীম উদ্দিন ধনু, ইঞ্জিনিয়ার মো মহিউদ্দিন, ফাইজুল হক শেখর, আ ন ম শামসুল আলম, অধ্যাপক মফিজ নূর খোকা, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর বাশার ভাসানী, মো আবুল কাশেম প্রমুখ।
Leave a Reply