বালাগঞ্জ প্রতিনিধি জাতীয় মৎস্য সপ্তাহে তৃতীয়দিনের কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বালাগঞ্জ বাজারে মাছের ফরমালিন পরীক্ষা ও বালাগঞ্জ বাজার হতে পূর্বপৈলনপুর ইউনিয়নে নৌকাযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহ।
অভিযানকালে বালাগঞ্জ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক রাজীব সরদার ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো শামসুল হক সহ বালাগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এসময় জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এর আগে, বালাগঞ্জ বাজারে রুই ও কাতলা মাছে ফরমালিন পরীক্ষা করা হয়; কিন্তু কোন মাছেই ফরমালিন পাওয়া যায়নি।
Leave a Reply