নিজস্ব প্রতিবেদক : প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বিভাগীয় তথ্য অফিস, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, কেবলমাত্র তথ্য অধিকার আইনই প্রশাসনের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে।
তথ্য অধিকার আইন সাংবাদিকদের জন্যে অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি এ ব্যাপারে জনগণকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করেন।
মরতুজা আহমদ জানান, সিলেটে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ স্টেশন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জে বাংলাদেশ বেতারের কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলেছে।
এছাড়া সরকারের বরাদ্দকৃত ৫৬ কোটি টাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে নিজস্ব মিলনায়তন নির্মাণ সহ আধুনিকায়ন হবে বলে প্রধান তথ্য কমিশনার নিশ্চিত করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম। বক্তব্য রাখেন, তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি, দৈনিক উত্তরপূর্বর প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক আ ফ ম সাঈদ, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, দৈনিক যুগান্তর প্রতিনিধি আ র ম রেনু, ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
Leave a Reply