মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাচালানবিরোধী অভিযানে ১ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় চশমা ও সানগ্লাস আটক হয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শিববাড়ি বাজার পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য আটক করে। এসময় পণ্যবাহী পিকআপ ও এর চালক মোহাম্মদ শুভকে আটক করা হয়। তবে চোরাচালানের সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যায়।
বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার-প্রশাসন ও অপরাধ হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার-সদর দফতর মুজাহিদুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের ও ডিবি পুলিশের ওসি বদিউজ্জামান।
Leave a Reply