মৌলভীবাজার প্রতিনিধি : ভারতের মেঘালয় থেকে জ্বালানি তেল ও এলপি গ্যাসের প্রথম চালান মৌলভীবাজার হয়ে ত্রিপুরায় পৌঁছেছে।
জ্বালানি তেল ও এলপি গ্যাসবাহী ১০টি টাংকলরি শনিবার বিকেলে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রাতে মৌলভীবাজার শহর হয়ে কমলগঞ্জ উপজেলার চাতলাপুর সীমান্তপথ দিয়ে ত্রিপুরার কৈলাসহরে পৌঁছে।
চাতলাপুর চেকপোস্ট ইমিগ্রেশন অফিস জানায়, ভারতের মেঘলয় থেকে আসা ৯টি তেলবাহী ও ১টি এলপি গ্যাসবাহী টাংকলরি বিশেষ পুলিশি নিরাপত্তায় রাত ১১টায় চাতলাপুর চেকপোস্টে পৌঁছে। পরে আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১২টায় ত্রিপুরার কৈলাসহরে প্রবেশ করে। এর আগে বিকেল সাড়ে ৩টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে লরিগুলো বাংলাদেশে প্রবেশ করে।
জ্বালানি তেল-গ্যাসবাহী ট্যাংকলরি চলাচলের জন্যে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে ভারত প্রতি কিলোমিটারে প্রতি টনে ১ টাকা ২ পয়সা করে শুল্ক প্রদান করবে।
Leave a Reply