মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভাবাজার ২৫০ শয্যার হাসপাতালে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখা মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে।
সোমবার সকালে শহরের চৌমোহনায় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে আয়োজক সংগঠনের সদস্য সহ বিভিন্নস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মাহমুদুর রহমান মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জিতু রহমান, চিনু তালুকদার, সৈয়দ ময়নুল ইসলাম, এম এ সামাদ, মশাহিদ আহমদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, প্রায় ২০ লাখ মানুষের জেলা মৌলভীবাজার। প্রতিদিন হাজার হাজার মানুষ উন্নত সেবা পেতে ২৫০ শয্যার এই হাসপাতালে আসেন; কিন্তু কর্মরত চিকিৎসকদের সময় মত পাওয়া যায় না। কিছু অসাধু চিকিৎসকের যোগসাজশে আধুনিক যন্ত্রপাতি এবং ল্যাব থাকার পরও অসহায় মানুষদের বাইরে বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় ঔষধপত্র রোগীদের দেয়া হয়না।
তারা অবিলম্বে এ সব অব্যবস্থাপনা দূর করে সাধারণ মানুষকে যথাযথ সেবা প্রদান নিশ্চিত করার দাবি জানান।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply