মৌলভীবাজার প্রতিনিধি : প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে ও গাড়ি চালকদের প্রশিক্ষণের মাধ্যেমে প্রাণহানি রোধের দাবিতে মৌলভীবাজার মানববন্ধন ও সভা করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মঞ্চ, মৌলভীবাজারের উদ্যোগে মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত রাফাতের বাবা আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও আশফাক আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, রাফাতের স্বজন, বন্ধু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর নিহত রাফাতের বাবা স্মারকলিপি দেন।
গত ২৩ জানুয়ারি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাবার পথে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে অটোযাত্রী রাফাত গুরুতর আহত হন এবং ৩১ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply