মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস ২০ ডিসেম্বর। দেশ পাকিস্তানি হানাদরমুক্ত হওয়ার পর সবাই যখন বিজয় উল্লাসে ব্যস্ত আর মুক্তিযোদ্ধাদের ঘরে ফেরার প্রস্তুতি ঠিক তখনই পাকসেনাদের ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে এখানে ২৪ জন মুক্তিযোদ্ধা প্রাণ হারান।
সেদিন ছিল ২০ ডিসেম্বর। মুক্তিযোদ্ধারা বাড়ি ফেরার উদ্দেশ্যে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পে। এর আগে শহরের বিভিন্ন জায়গায় পাক বাহিনীর ফেলে যাওয়া মাইনগুলো উদ্ধার করে বিদ্যালয় ভবনের একটি কক্ষে রাখা হয়; কিন্তু হঠাৎ সেখানে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পুরো এলাকা কেঁপে উঠে প্রচণ্ড শব্দে। নিমিষে ছিন্নভিন্ন হয়ে যায় ২৪ জন মুক্তিযোদ্ধার দেহ। আহত হন অরো ২৫/৩০ জন। পরে ২৪ জন সূর্যসন্তানের দেহের টুকরোগুলো একত্রিত করে বিদ্যালয় মাঠের এক পাশে সমাধিস্থ করা হয়। একটি স্মৃতিসৌধও নির্মাণ করা হয়েছে।
এরপর থেকে দিনটিকে মৌলভীবাজারবাসী স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করছেন।
Leave a Reply