মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন-সিপিএ ইউসিক্সের ত্রি-বার্ষিক সম্মেলন গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় একাটুনা ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজ ও যুবসংগঠক মুরাদ আহমেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিএ ইউসিক্সের উপদেষ্টা সাহাদ আহমেদ, মুজিবুর রহমান, শামীম আহমেদ, মশিউর রহমান বেলাল, নানু আহমেদ, আলিম আহমেদ, শামসুল ইসলাম, সারজুল ইসলাম, সাইদুল হাসান তানভীর ও রাজন মিয়া।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য মো সিদ্দিকুর রহমানকে সভাপতি, আতাউর রহমান ফয়েজকে সাধারণ সম্পাদক, সাইদুল হাসান তানভীরকে সহসাধারণ সম্পাদক ও রাজন মিয়াকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে ব্রিটেন থেকে সংগঠনের উপদেষ্টা, ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ মকিস মনসুর নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, একাটুনা ইউনিয়ন প্রতিভা যুব সংঘের সভাপতি মো জামান আহমদ ও সাধারণ সম্পাদক মাফিক আহমদ সহ বিভিন্ন জন ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন-সিপিএ ইউসিক্সের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply