মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম উমেদ আলীর বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারে দাবিতে মৌলভীবাজারের সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন ।
বুধবার দুপুরে মৌলভীবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও আইনজীবী ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পরে সংগঠনের সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, বকশী ইকবাল আহমদ, রজত কান্তি গোস্বামী, সালেহ এলাহী কুটি, আনহার আহমদ সামশাদ ও নূরুল মোহাইমিন মিল্টন।
এ সময় বক্তারা সাংবাদিক এস এম উমেদ আলীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
তা না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
৫ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাইফুল ইসলাম সজিব নামের এক ব্যক্তি পিটিশন মামলা করলে আদালত ঐদিন পুলিশ সুপারকে মামলা দায়েরের নির্দেশ দেন। পরে ৯ জুলাই মৌলভীবাজার মডেল থানায় নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ১৩ ধারায় সাংবাদিক এস এম উমেদ আলী সহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
Leave a Reply