মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় লোকনাথ মন্দিরের পাশের বাসায় ছেলের হাতে মা খুন হয়েছেন।
রবিবার বিকেল ৩টার দিকে ছেলে উৎপল ভৌমিক তার মা রিনা ভৌমিককে ঘরের ভেতরে দরজা বন্ধ করে আটকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাকে টনে হিঁচড়ে ঘর থেকে বের করে উঠানে নিয়ে আসে।
এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে রিনা ভৌমিককে মৃত দেখতে পান। তারা ছেলে উৎপল ভৌমিককে আটকে পুলিশে সোর্পদ করেন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উৎপল ভৌমিক এর আগেও এলাকার কয়েকজনকে মারাত্মকভাবে আহত করে; কিন্তু তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতোনা।
Leave a Reply