মৌলভীবাজার প্রতিনিধি : ‘করোনা’ ভাইরাস সংক্রমণ রোধে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলাকে লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, বিকেল ৫টা থেকে সারা জেলায় লকডাউন কার্যকর হবে। এখন মৌলভীবাজার থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেনা। অন্য জেলা থেকেও কেউ মৌলভীবাজারে আসতে পারবেনা না। এক উপজেলা থেকে আরেক উপজেলায়ও যাতায়াত করা যাবে না।
সকল ধরনের পরিবহণ বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা এবং কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতা বহির্ভুত রয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়াগ্রামে সানচু মিয়া নামে এক ব্যবসায়ী মারা গেলে তার শরীরে ‘করোনা ভাইরাস’ পাওয়া যায়। এছাড়াও গত ৮ এপ্রিল কমলগঞ্জে এক শিশু এবং ৯ এপ্রিল ও ১১ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলায় ‘করোনা’র উপসর্গ নিয়ে ২ জন মারা যায়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১২২৫ জন। ছাড়পত্র পেয়েছেন ৬৬৫ জন। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১৪৬টি। এরমধ্যে ফলাফল পাওয়া গেছে ১৫ জনের। এতে ১৪ জনেরই ‘করোনা’ নেগেটিভ এসেছে।
Leave a Reply