মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিপুল আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
১৯৭১ সালের ৮ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা মরনপণ লড়াই করে পাক বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করেছিলেন।
মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে সকাল সোয়া ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জাসদ ও শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা পরিষদের সাবেক প্রশাসক মো আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন ও জেলা জাসদ সভাপতি আব্দুল হক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিকেলে স্থানীয় স্মৃতিসৌধে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
Leave a Reply