মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপণন করেন যুবলীগ নেতাকর্মীরা। এরপর জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে কুসুমবাগ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে শহীদমিনার প্রাঙ্গণে কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল উপস্থিত ছিলেন।
Leave a Reply