মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশানের ব্যবস্থাপনায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এরপর শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন কামাল হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসন আয়োজিত ১২ দিনব্যাপি স্বাধীনতা উৎসব উদ্বোধন করেন, সংসদ সদস্য নেছার আহমদ।
এছাড়া জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
এরপর মুজিববর্ষ উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ১২ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন করেন, সংসদ সদস্য নেছার আহমদ।
Leave a Reply