মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে আহুত এক সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে প্রশাসন ও রিটার্নিং অফিসারের প্রতি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও ছাত্রলীগের চার ক্যাডারকে গ্রেফতারের দাবি জানিয়ে তা পূরণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়; কিন্তু তাতে কোন ফল হয়নি বলে অভিযোগ করে অলিউর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মোয়াজ্জেম হোসেন মাতুক, ফখরুল ইসলাম ও জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
Leave a Reply