মৌলভীবাজার প্রতিনিধি : পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার পৌরসভায় অতিদরিদ্র ৪ হাজার ৬২১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক তোফায়েল ইসলাম এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন, পৌর মেয়র ফজলুর রহমান।
এসময় পৌর মেয়র ফজলুর রহমান জানান, সরকার থেকে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
Leave a Reply