মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে বর্ষব্যাপী বিশেষ পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে স্কুল পর্যায়ে বিন বিতরণ শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার উদ্যোগে দি ফ্লাওয়ার্স কে জি স্কুল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। সভাপতিত্ব করেন, পৌর মেয়র ফজলুর রহমান। প্রদীপ নাহার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান ও রনধীর রায় কানু।
পৌর মেয়র ফজলুর রহমান জানান, একদিনেই শহরের ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠনে প্রায় ১০০টি বিন বিতরণ করা হয়েছে।
Leave a Reply