মৌলভীবাজার প্রতিনিধি : ‘ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ এই স্লোগান নিয়ে ১০ই ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হয়। এছাড়া ৯ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভ্যাট সপ্তাহ পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশন মৌলভীবাজারের উদ্যোগে মঙ্গলবার ভ্যাট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় শমশেরনগর রোডের কাস্টমস অফিস থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশন মৌলভীবাজারের বিভাগীয় কর্মকর্তা মো পায়েল পাশার নেতৃত্বে একটি বর্ণ্যঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সার্কেট হাউস সভাকক্ষে ভ্যাট মেলা মৌলভীবাজার মডেল ২০১৭ আয়োজনের প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply