মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে কলেজছাত্র সাবাব ও স্কুলছাত্র মাহী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন ও সমাবেশ করেছেন।
বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে খালেদ চৌধুরীর সভাপতিত্বে এ কর্মসূচি চলাকালে কয়ছর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ফজলুর রহমান, যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও পৌর বিএনপির সভাপতি আনোয়ার আক্তার শিউলি।
বক্তারা ১৩ দিন অতিবাহিত হবার পরও প্রকৃত হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
৭ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে শাবাব ও মাহী খুন হয়। এ ঘটনায় সাবাবের পরিবারের পক্ষ থেকে ১২ জনকে আসামি করে মামলা হলেও পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে।
Leave a Reply