নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজার থেকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো লাবু তালুকদারকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের একটি আভিযানিক দল সোমবার, ৩০ সেপ্টেম্বর (১৫ আশ্বিন) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে মো দেলোয়ার হোসেন বাচ্চু নামে একজনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় সিরাজগঞ্জ সদর থানার খুনের মামলার পলাতক এ দুই আসামিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ড জান্নাত আরা হেনরি ও মো লাবু তালুকদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী