র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ মৌলভীবাজার থেকে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার দুপুর দেড়টার দিকে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো মনিরুজ্জামানের নেতৃত্বে মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরকার বাজার সংলগ্ন মানিক মিয়ার বাড়ির উত্তর পাশে ইটের রাস্তার উপর হতে ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলে টসহ মাদক ব্যবসায়ী শাহিন মিয়া ও রাজু আহমেদকে আটক করা হয়।
তাদের নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ টাকা বলে র্যাব-৯ জানিয়েছে।
Leave a Reply