মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ২০১৭-১৮ শিক্ষা বর্ষের কামিল হাদিস প্রথম পর্বের শিক্ষার্থীদের ছবকদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদরাসা মিলনায়তনে এ ছবকদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠনে ছবকদান, মূল্যবান নসিহত ও দুআয়ে খায়ের প্রদান করেন আল্লামা গিয়াস উদ্দীন চৌধুরী।
ছবকদান অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply