নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো জাবেদ আলী বলেছেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কালো টাকা ও পেশী শক্তি বরদাস্ত করা হবে না।
সোমবার সকাল ১১টায় মৌলভীবাজারে জেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজহারুল হক ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো ইস্তাফিজুল হক আকন্দ সহ উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ।
নির্বাচন কমিশনার বলেন, জেলা পরিষদ নির্বাচন সাধারণ নির্বাচনের মতো নয়। সাধারণ নির্বাচনে জনগণ ভোট দেয়; কিন্তু এ নির্বাচনে যারা ভোট দেবেন তারা প্রত্যেকেই জনপ্রতিনিধি। তাই এ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সতর্কতার সাথে কাজ করতে হবে।
Leave a Reply