এ এস কাঁকন, মৌলভীবাজার : পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে মৌলভীবাজার জেলা যুবলীগ নাজাতের ১০ দিন ইফতারি বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে ।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ রবিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমনের নেতৃত্বাধীন এ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহসভাপতি বিকাশ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ যুবলীগের নেতাকর্মীরা।
জেলা যুবলীগ নেতারা জানান, মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে গরীব-অসহায় রোজাদারদের মাঝে প্রতিদিন ৩০০ প্যাকেট ইফতারি বিতরণ করা হচ্ছে।
Leave a Reply