মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলার বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরির্বতন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মতিউর রহমান।
Leave a Reply