মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও মেরিগোল্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সৌজন্যে আয়াজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম।
মৌলভীবাজারের পুলিশ সুপার ও জেলা ফুটবল উপ কমিটির আহবায়ক মোহাম্মদ শাহ জালালের সভাপতিতে¦ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান ও মেরিগোল্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশনের চেয়ারম্যান সৈয়দ জয়নু।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মৌলভীবাজার সদর দলকে ৪-১ গোলে হারিয়ে বড়লেখা দল বিজয়ী হয়।
Leave a Reply