মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে জেলা পরিষদে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় প্রথমদিন কর্মস্থলে পৌঁছলে কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী ও সকল কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান স্থানীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলার সকল উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও অন্যান্য জনপ্রতিনিধি।
Leave a Reply