মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার লঙ্গুরপুল নামক স্থানে অবরোধ সৃষ্টি করে রাজনগর চা বাগানের ১২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
এ সময় ছিনতাইকারীদের হামলায় চা বাগানের ব্যবস্থাপক রিজওয়ানুল আলম সহ ৪ জন আহত হন।
পুুলিশ ও চা বাগান কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেল পৌণে ৩টার দিকে মৌলভীবাজার সাউথইস্ট ব্যাংক থেকে রাজনগর চা বাগানের ব্যবস্থাপক চা শ্রমিকদের বেতনের ১২ লাখ টাকা তুলে একটি জিপে করে ফেরার পথে লঙ্গুরপুল নামক স্থানে পৌঁছলে একটি টাটা পিকআপ ভ্যান ও দুইটি মোটরসোইকেল তাদের গাড়ির গতিরোধ করে সড়কে অবরোধ সৃষ্টি করে। এরপর পিকআপ ভ্যান থেকে ৪/৫ জন ও মোটরসাইকেল থেকে ৬ জন নেমে এলোপাতাড়ি গাড়িতে কোপাতে থাকে ও মরিচগুড়া ছিটিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।
এতে গাড়িচালক বাবুল পাঁচি, চা বাগানের কর্মচারী আবুল হাসনাত খান এবং রাম গোপালও আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে রাজনগর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
Leave a Reply