মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এবং জেলা বিএনপির সভাপতি নাসের রহমান ও তার স্ত্রী রোজিনা নাসের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে বিকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তোফায়েল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের শাহাব উদ্দিন এবং বিএনপির অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও নাসির উদ্দিন মিঠু।
মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার এম এম শাহীন ও জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মনসুর।
মৌলভীবাজার-৩ আসনে মহাজোটের নেছার আহমদ, বিএনপির এম নাসের রহমান ও তার স্ত্রী রোজিনা নাসের, খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল, গণফোরামের বকশি ইকবাল আহমদ, জাসদের (রব) ফুলরী মিয়া এবং স্বতন্ত্র আবদুল মছব্বির।
মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের আবদুস শহীদ, বিএনপির মুজিবুর রহমান চৌধুরী ও তার ছেলে মুঈদ আশিক চিশতী এবং গণফোরামের অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ।
হবিগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে হবিগঞ্জের ৪টি আসনে মোট ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উৎসবমুখর পরিবেশে বুধবার বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
প্রার্থীরা হলেন, হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের শাহ নেওয়াজ মিলাদ গাজী, গণফোরামের ড রেজা কিবরিয়া, স্বতন্ত্র আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র জাতীয় পার্টির বর্তমান সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, কৃষক শ্রমিক জনতা লীগের নূরুল হক, ইসলামিক ফ্রন্টের মুফতি বদরুর রেজা সেলিম, বাসদের ফয়ছল শোয়েব ও ইসলামী আন্দোলনের আবু হানিফা আহমদ হোসেন।
হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ আব্দুল মজিদ খান, বিএনপির ডা সাখাওয়াত হাসান জীবন ও জাকির হোসেন, জাতীয় পার্টির শংকর পাল, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আব্দুর রব ইউসুফী, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ, ন্যাশনাল পিপলস পার্টির পরেশ চন্দ্র দাশ ও ইসলামী আন্দোলনের এ জে মাশউদ হাসান।
হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ আবু জাহির, বিএনপির জি কে গউছ ও এনামুল হক সেলিম, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, সিপিবির পিযুষ চক্রবর্তী, গণফোরামের চৌধুরী আশরাফুল বারী নোমান, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল কাদির ও ইসলামী আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল।
হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ মাহবুব আলী, বিএনপির সৈয়দ মোহাম্মদ ফয়ছল, ইসলামিক ফ্রন্টের মুফতি এম এ মুমিন ও ইসলামী আন্দোলনের শেখ সামছুল আলম।
Leave a Reply