মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-শেরপুর সড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার থেকে একটি প্রাইভেট কার শেরপুর যাবার পথে সদর উপজেলার নাদামপুর এলাকায় যাত্রীবাহী অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২জন যাত্রী মারা যান। পুলিশ ও এলাকার লোকজন আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আরো ৪ জনকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, শেরপুর এলাকার নাহিদ আহমদ, লায়েক মিয়া, জাহাঙ্গীর তালুকদার, সাজনা বেগম, শাহাদাৎ তালুকদার ও সাকিব আহমদ।
সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত ও ১ জন আহত হয়েছেন।
নিহত শিশুটির নাম লিলু মিয়া (১০)। সে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের কনর আলীর ছেলে।
পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইনাতনগর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লিলু মিয়াকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং আতিকুর রহমান নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।
Leave a Reply