নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযানে মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত ভ্রামমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড হিসেবে এই জরিমানা আদায় করা হয়।
সকাল খেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্র্যাট অর্ণব মালাকার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রফিকুল ইসলাম মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নির্মূল আইন অমান্য করায় মো মাকসুদ, জীবন আহমদ, রিজন বৈদ্য, মোস্তাক আহমদ, মো সোহেল, জুয়েল, লিটন মিয়া, হাবিব ও রিপনের নিকট থেকে ৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
Leave a Reply