মৌলভীবাজার প্রতিনিধি : ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’-এ প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে ফিরে আসে।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা এাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফ আলী এবং ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মুহিদুর রহমান।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দুর্যোগ পশমন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এছাড়া মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুর্যোগে উদ্ধার কৌশল ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি মহড়া প্রদর্শন করে।
Leave a Reply