মৌলভীবাজার প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ৫ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে জেলা পরিষদ নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলক উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এর উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ ও মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ। এরপর এক মিনিটি নীরবতা পালন করা হয়।
উদ্বোধন শেষে অধ্যক্ষ মোহাম্মদ মহিবুল ইসলাম সহ অতিথিরা ৫ শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ফজলুল আলী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন।
Leave a Reply