বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো তাজুল ইসলাম তাজের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সোমবার, ২৯ এপ্রিল (১৬ এপ্রিল) দিনব্যাপী জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থিতা বাতিলের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের রায়ে তাজুল ইসলাম তাজের পাঁচ বছরের সাজা থাকার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা মো আব্দুস সালাম চৌধূরী এ তথ্য নিশ্চিত করেন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ১৬ এপ্রিল মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মো তাজুল ইসলাম তাজ। প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply