মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে।
শনিবার রাতে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণীরা হলেন, লোকসংস্কৃতিতে অধ্যক্ষ রসময় মোহান্ত, সৃজনশীল সংস্কৃতি গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ, কণ্ঠসঙ্গীতে মীর রানু সরকার, যাত্রাশিল্পতে বীরপ্রতীক ফোরকান উদ্দিন ও চলচ্চিত্রে সৌমিত্র দেব। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা-২০১৮ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড ফজলুল আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন ও আলোকধারার সভাপতি ডা এম এ আহাদ। পরিচালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা।
Leave a Reply