আলী হোসেন রাজন, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ৫ গুণীকে সম্মাননা দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো তোফায়েল ইসলামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় কথা সাহিত্যিক অধ্যাপক ড মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও পৌর মেয়র ফজলুর রহমান।
এ বছর মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন নাট্যকলায় জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, কন্ঠ সংগীতে ড রজত ভট্টাচার্য্য, লোক সংস্কৃতিতে আহমদ সিরাজ, চারুকলায় মিহির ভৌমিক ও নৃত্যকলায় নিপা ভট্টাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে ড মুহম্মদ জাফর ইকবাল বলেন, তরুণরাই দেশ গড়বে। এজন্য প্রয়োজন দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় তাদের উজ্জীবিত করা। পাশাপাশি তাদেরকে মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মাসুকুর রহমান সিকদার, লেখক ও গবেষক মাহফুজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু প্রমুখ।
অনুষ্ঠান শেষে নাটক ‘মুল্লুক’ পরিবেশন করে শিল্পকলা একাডেমির রেপার্টরি দল।
Leave a Reply