মৌলভীবাজার প্রতিনিধি : সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় মৌলভীবাজারে ৪ দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ শাহজাহান।
Leave a Reply