মৌলভীবাজার প্রতিনিধি : সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে ৪ দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা ২০২০ শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মেলা প্রাঙ্গণে যায়। সেখানে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ তিন সংসদ সদস্য নেছার আহমদ।
এরপর মেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক কাজী লুৎফুল বারী ।
কৃষি ও প্রযুক্তি মেলা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার মেলায় ২৪টি স্টল রয়েছে।
Leave a Reply