মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন শুরু হয়েছে। এতে দুই দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে দুই দেশের ব্যবসায়ী নেতারা জানিয়েছেন।
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন উদ্বোধন করা হয়।
মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা ও আইন মন্ত্রী তপন চক্রবর্তী। এর আগে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে দুই দেশের জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন উদ্বোধন করা হয়। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বক্তা ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা ও আইন মন্ত্রী তপন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমান।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বান দেন।
বিশেষ অতিথি ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা ও আইন মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, আখাউড়া রেল সংযোগের কাজ উভয় দেশ হাতে নিয়েছে।
মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনের সমন্বয়ক মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি কামাল হোসেন মনে করেন, এই আয়োজন দুই দেশের ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply