মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ৩ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের একটি হোটেলে মঙ্গলবার পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ইউএনডিপির ডিস্ট্রিক ফেসিলিটেটর মো. মাহাবুব উল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রুহুল আমিন, ব্লাস্টের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন ও ব্লাস্ট ইউসি তাহমিনা পারভীন।
প্রধান অতিথি বলেন, দেশের বিচার ব্যবস্থার উপর চাপ কমাতে ও দরিদ্র-সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সল্প খরচে সঠিক বিচার প্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম-আদালত কাজ করছে।
তিনি প্রশিক্ষণার্থীদের মানুষের দোর গোড়ায় সেবার মান পৌঁছে দিতে আহ্বান জানান।
প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ২৩ জন কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করছেন। তাদেরকে আইন-বিধিমালা, বিচার ব্যবস্থা এবং গ্রাম আদালত পরিচালনা প্রক্রিয়া, নারী-পুরুষের সমান অংশগ্রহণ, মামলা দায়ের ও নিষ্পওির সময়সীমা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে করণীয় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Leave a Reply