মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ১৯৭১ সালের ২০ ডিসেম্বর পাকবাহিনীর ফেলে যাওয়া স্থলমাইন বিস্ফোরণে শহীদ ২৪ জন মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি মৌলভীবাজারবাসী গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
প্রতি বছর দিনটি স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
এ উপলক্ষে বুধবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধার নাম ফলকের সামনে পতাকা উত্তোলন করেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর শহীদদের নামফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়া স্মৃতিচারণ, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply