হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বাজেট অধিবেশন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার মৌলভীবাজারের রাঙাউটি রিসোর্টে পরিবারের সদস্যদের নিয়ে খোয়াই পাড়ের গণমাধ্যমকর্মীদের মিলন মেলা বসে।
সকাল ৯টার পর তিনটি বাস একত্রে যাত্রা করে হবিগঞ্জ শহর থেকে। রাঙাউটি রিসোর্টে পৌঁছামাত্র ফুলেল চত্বরে উল্লাসে মেতে উঠে সাংবাদিকদের সন্তনরা। গিন্নিরা দখল করে নেন কুটিরগুলো। আর পরিকল্পনা মতো পুরুষরা আড্ডায় মেতে উঠেন মনোরম লেকের পাড়ে, ছুৃটে যান সুইমিং পুলে, কেউ কেউ অবার লেকের বুকে স্পিডবোড নিয়ে ছুটতে থাকেন।
বিকেলে সংগঠনের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বার্ষিক বাজেট অধিবেশন। ২০১৯ সালের বাজেট উপস্থাপনা করেন, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন। এর উপর আলোচনায় অংশ নেন, মনসুর উদ্দিন ইকবাল, সফিকুর রহমান চৌধুরী, শামীম আহছান, আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ইসমাইল হোসেন, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্মল ভট্টাচার্য্য রিংকু, শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী ও এসএম সুরুজ আলী।
সবশেষে ছিল খেলাধুলা। বনভোজনে প্রেসক্লাবের সহযোগী সদস্য হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী এবং বাদল কুমার রায়ও সপরিবারে অংশ নেন।
Leave a Reply