র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ মৌলভীবাজারে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে কবির মিয়া নামের এই পলাতক আসামিকে গ্রেফতার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ জানায়, রাজনৈতিক রিরোধের জের ধরে কবির মিয়া বাহুবল উপজেলার লস্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় ১৯৯৫ সালের ২৫ আগস্ট আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যা করে।
কবির মিয়াকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply