মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পুলিশের পক্ষ থেকে নতুন সড়ক পরিবহণ আইন নিয়ে সচেতনতামূলক প্রচারণা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে বিশেষ পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের কুসুমবাগ পুলিশ বক্স এলাকায় ও এর আশেপাশে নতুন সড়ক পরিবহণ আইন সবাইকে মেনে চলার পরামর্শ দিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সদর সালাউদ্দিন কাজল, ইন্সপেক্টর মোহাম্মদ উল্যাহ ও সার্জেন্ট শামসুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা।
এছাড়া ট্রাফিক পুলিশকে সহায়তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরকে বিশেষ পোশাক দেওয়া হয়।
Leave a Reply