মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত ১টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের মোকামবাজার এলাকায় রাস্তার উপর রাখা সংস্কার কাজে ব্যবহৃত একটি রোলারের সাথে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ জনের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়। তবে ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছার আগেই আহতকে এলাকাবাসী উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
নিহতরা হলেন, সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিশাল আহমদ (২৭)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply